আমি যদি ইনডিভিজ্যুয়ালি দাঁড়াইতাম, ইজিলি পাস করতাম: তামিম

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে একা দাঁড়ালে তিনি সহজেই পাস করতেন। আজ (বুধবার, ৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন। সমঝোতায় রাজি না হওয়ায় বিসিবি নির্বাচন থেকে সরে যেতে হয়েছিল বলেও এ সময় দাবি করেন।

তামিম ইকবাল বলেন, ‘আমার বিষয়ে তো কম বেশি আপনাদের আইডিয়া আছে। আর এখানে অনেকে কাউন্সিলর আছেন। আপনারা কী মনে করেন, ১৫টা ক্লাব থাকুক আর না থাকুক— আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করতো না? আমার জন্য বাস ধরা বা বাস না ধরার অপশন ছিল না।’

তিনি বলেন, ‘আমার জন্য যেটা ইমপর্ট্যান্ট ছিল, একটা ফেয়ার ইলেকশন হওয়া- সবার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ইনডিভিজ্যুয়ালি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে বা আমার বিপক্ষে কোন টিম আছে— তারপরও আমি ইজিলি পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না।’

আরও পড়ুন:

এসময় তিনি আরও বলেন, ‘আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন ভবিষ্যতে এর সঙ্গেই কিন্তু থাকবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট বদলে আমাদের সঙ্গে এসে বসে যাইয়েন না।’

সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা লিগসহ ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা ক্লাব কর্তারা।

এছাড়া নির্বাচন এবং নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ ঘোষণা দিয়ে তার সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই বলেও জানান বিদ্রোহী সংগঠকরা।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান বলেন, ‘আমরা সমস্ত সংগঠনগুলো যারা আছি, যারা অংশগ্রহণ করবো ভেবেছিলাম আজ থেকে তারা বলতে চাই ক্রিকেট তার সৌন্দর্য হারিয়েছে। অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেট খেলবো না। জেলা পর্যায় থেকেও আমরা ক্রিকেট বর্জন করবো।’

ইএ