ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান জাকেরের, বেশি উইকেট মাহেদীর

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত এক টি-টোয়েন্টি সিরিজ পার করলো টাইগার ক্রিকেটাররা। সর্বোচ্চ রান ও উইকেট দুই ডিপার্টমেন্টেই শীর্ষে জাকের-মাহেদীরা।

জাকের আলি-পারভেজ হোসেনদের ঝড়ো ব্যাটিংয়ের পর তাসকিন-মেহেদি হাসানদের বোলিং নৈপুণ্য। ৮০ রানের বিশাল জয়ে প্রতিপক্ষের মাঠে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদ পেলো বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৬ষ্ঠ বারের মতো এই কীর্তি গড়লো টাইগাররা।

এই সিরিজে সেরা ব্যাটারদের তালিকায় সবার ওপরে আছেন জাকের আলি। ৩ ম্যাচে ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ১২০ রান, সর্বোচ্চ অপরাজিত ৭২। ১২৫.৯২ স্ট্রাইক রেটে ব্যাট করে তালিকার দুইয়ে আছেন রভম্যান পাওয়েল। সর্বোচ্চ ৬০ রান। ১৮৮.২৩ স্ট্রাইক রেটে ৩ নম্বরে আছেন শামীম পাটোয়ারী। সর্বোচ্চ ৩৫। তালিকার চারে জনসন চার্লস আর পাঁচে মেহেদি মিরাজ।

বোলারদের তালিকায় শীর্ষ ৫ জনের সবাই বাংলাদেশি। সবার ওপরে থাকা শেখ মাহেদী ৩ ম্যাচে ৪.১৮ ইকোনোমিতে নিয়েছেন ৮ উইকেট। সেরা বোলিং ১৩/৪। ৭ উইকেট নিয়ে তালিকার দুইয়ে তাসকিন। তিনে থাকা রিশাদের শিকার ৬ উইকেট। ৪টি করে উইকেট নিয়ে ৪ ও ৫ নম্বরে আছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

পুরো সিরিজেই দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। এক পঞ্জিকাবর্ষে বছরে সবচেয়ে বেশি উইকেট নিয়ে শেষ করলেন রিশাদ হোসেন। এবছর ২৪ ম্যাচে নিয়েছেন ৩৫ উইকেট। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট যা ছিল বাংলাদেশের রেকর্ড। ২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন মুস্তাফিজ। এবার ৭ উইকেট নিয়ে ফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিন। ১৯ ম্যাচে তাসকিনের উইকেট ৩০টি।

ইএ