ক্রিকেট
এখন মাঠে
0

এক ম্যাচ হাতে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

কেপটাউনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাকিস্তানের।

আন্তর্জাতিক ক্রিকেটে ২২ ইনিংস পর বাবর আজমের অর্ধশতক। তৃতীয় উইকেটে অধিনায়ক রিজওয়ানের সাথে ১১৫ রানের জুটিতে বড় রানের ভিত পায় সফরকারীরা। এরপর কিপার-ব্যাটার রিজওয়ানের ৮০ রান আর শেষ দিকে কামরান ঘুলামের ৬৩ রানের বিধ্বংসী ইনিংসে ৩২৯ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।

বড় রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক আফ্রিকা। একপ্রান্তে হেনরিখ ক্লাসেন ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শাহিন শাহ আফ্রিদি আর নাসিম শাহের বোলিং তোপে ২৪৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এএম