বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন লুইস। যার কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার পুরো টি-টোয়েন্টি সিরিজেই থাকবেন দলের বাইরে।
ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন লুইস। এর আগে ঘোষিত স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে দলে ফেরানো হয় জনসন চার্লসকে।
গত দুই সিরিজে উইন্ডিজের হয়ে খেলতে পারেননি তিনি। শেষবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করা কেসি কার্টিকেও প্রথমবারের মতো ডাকা হয় টি-টোয়েন্টি দলে।
সিরিজে খেলা হচ্ছে না শাই হোপ এবং শারফানে রাদারফোর্ডের। একই সময়ে বিগ ব্যাশে খেলবেন তারা।