ক্রিকেট
এখন মাঠে
0

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪০৫

ব্রিসবেনের গ্যাবায় দ্বিতীয় দিনশেষে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪০৫ রান। অজিদের হয়ে শতক হাঁকিয়েছেন স্মিথ ও ট্র্যাভিস হেড।

আগের দিনে অপরাজিত থাকা দুই ওপেনার বড় জুটি করতে পারেননি। দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ২১ রান করে সাজঘরে ফেরেন ওসমান খাজা।

তার কিছুক্ষণ পরই বিদায় নেন আরেক ওপেনার ম্যাকুয়েনি। তার ব্যক্তিগত সংগ্রহ ৯ রান। ওয়ানডাউনে নামা লাবুশেন স্কোর বড় করতে ব্যর্থ হয়েছেন। তবে, স্টিভ স্মিথ আর ট্র্যাভিস হেড মিলে অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রেখেছেন।

দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্মিথ ১৯০ বলে ১০১ রান করে আউট হয়েছেন। আর ওয়ানডে স্টাইলে খেলা হেড ১৬০ বলে খেলেছেন ১৫২ রানের ইনিংস।

তাদের পর আউট হয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। তার আগে ৩৩ বলে ২০ রান করেন এই অলরাউন্ডার। অ্যালেক্স ক্যারি ৪৫ ও স্টার্ক অপরাজিত আছেন ৭ রানে।

এএইচ