যত তাড়াতাড়ি সম্ভব সাফজয়ীদের আর্থিক পুরস্কার দেয়ার কথা বললেও পেরিয়ে গেছে এক মাস। অথচ এখন পর্যন্ত প্রতিশ্রুত অর্থ সাবিনাদের বুঝিয়ে দিতে পারেনি ফুটবল ফেডারেশন। গতকাল (বুধবার, ১১ ডিসেম্বর) ছিল বাফুফের নতুন কমিটির দ্বিতীয় সভা।
সেই সভাতেও দেড়কোটি টাকা প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। যদিও সভার আলোচ্য সূচিতে নারী ফুটবলারদের পুরস্কারের বিষয়টি ছিল না। তারপরও সে বিষয়টি উত্থাপন করেছেন বাফুফে সভাপতি।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'মেয়েদের সাফের যে টাকাটা সেটা নিয়ে আসলে আজকে আমাদের অনেকগুলো এজেন্ডা ছিল সেগুলো তিন ঘণ্টা মিটিং হয়েছে। এই টাকাটা আমাদের ভেতর থেকেই দেয়া হবে। সেহেতু আমাদের তাগাদা দেয়া হয়েছে যেন আমরা অতি তাড়াতাড়ি এটা দিয়ে দিতে পারি সেদিকে সভাপতি সজাগ দৃষ্টি রেখেছেন।'
বাফুফের পর বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভ করা নারীদের। পরে ঘোষণা দিয়েও বাফুফের আগে দামাল কন্যাদের পুরস্কার দিয়েছে দুই সংস্থা।
চলতি বছর সাফ জেতার পর সবার আগে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই টাকাও এরইমধ্যে বুঝে পেয়েছেন ফুটবলাররা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবর্ধনাসহ আর্থিক পুরস্কার পেয়েছে সাফজয়ী দল।