টস হেরে ব্যাট করতে নেমে দলের অন্য ব্যাটাররা যখন পাকিস্তানি বোলারদের সামনে পাত্তাই পাচ্ছিলেন না, তখনই ব্যাটিংয়ে নেমে অসাধারণ এক ইনিংস খেলেন মিলার। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর মিলারের ব্যাটেই লড়াইয়ে ফেরে প্রোটিয়ারা।
মিলারের বিদায়ের পর দ্রুত সময়ের মধ্যে আরও ২ উইকেট হারায় প্রোটিয়ারা। জর্জ লিন্ডের ২৪ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় নেমে শূন্য রানে আউট হয়েছেন বাবর আজম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ধীরগতি ইনিংসে চাপ বাড়তে থাকলে উসমান খান, তৈয়ব তাহিররা আউট হয়েছেন অল্প রানে।
শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান তাড়ায় দ্বিতীয় বলেই রিজওয়ানের বিদায়ে শেষ হয় পাকিস্তানের জয়ের স্বপ্ন। ১৭২ রানে থামে পাকিস্তানের ইনিংস