ক্রিকেট
এখন মাঠে
0

গঠনতন্ত্র সংশোধন বাতিল ও ফাহিমের পদত্যাগ চান ক্লাব সংগঠকরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট। সংশোধন কমিটির প্রস্তাবনায় ঢাকাই ক্লাবের আধিপত্য খর্ব হওয়ার অভিযোগে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ক্লাব সংগঠকদের।

আজ (শনিবার, ১৮ জানুয়ারি) বেলা বাড়ার সাথে সাথেই বিসিবি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ঢাকার ক্রিকেট ক্লাব কর্তারা। কয়েকদফা পেছানোর পর অবশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দেখা পান তারা। জানান নিজেদের দাবি দাওয়া।

ক্লাব কর্তাদের অভিযোগের তীর গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের দিকে।

বিসিবি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘একটা খসড়া গঠনতন্ত্রে যে ধরনের পরিবর্তন আনা হয়েছে সেগুলো অবশ্যই আমাদের ক্লাব স্বার্থবিরোধী ও সংগঠকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটা কারোই কাম্য ছিল না। আমরা দাবি করেছি যে এই গঠনতন্ত্র যেটা করা হয়েছে সেটা বাতিল করতে হবে। এছাড়া যে কমিটি করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। পাশাপাশি গঠনতন্ত্রের যে প্রধান তার পদত্যাগ দাবি করা হয়েছে।’

ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল বলেন, ‘এই দাবি না পর্যন্ত আমরা খেলবো না। আমাদের বিরুদ্ধে যেসব কার্যক্রম চলছে এইগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই।’

গেল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে দেয়া তিনদিনের আল্টিমেটাম শেষ। স্মারকলিপি জমা দেয়ার পর ক্লাব কর্তারা এবার বল ঠেলে দিলেন বিসিবি বসের কোর্টে।

ক্লাবগুলোর দেয়া আল্টিমেটামের প্রভাব মুখে স্বীকার না করলেও, রোববার থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি পরিবর্তন করেছে মহানগর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম।

সিসিডিম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘ক্লাব অফিসিয়াল ও ক্লাব অর্গানাইজাররা যারা আছেন তারা বিসিবিতে এসে তারা কিছু সমস্যা আছে সেগুলো অ্যাডজাস্ট করার কথা বিসিবিকে অনুরোধ করেছে।’

মিটিং শেষে বিসিবি প্রাঙ্গণে সভাপতি গণমাধ্যমে কথা না বললেও খসড়া গঠনতন্ত্র আজই হাতে পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ইএ