দলীয় ৩৪ রানে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ১৯ রান। ব্যাট হাতে ব্যর্থতা কাটাতে পারছেন না লিটন দাস। আউট হলেন ২ রান করে। এরপর ৬০ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম।
উইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ ১১ ওয়ানডের সবগুলোতে জয় পেয়েছে বাংলাদেশ, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগাররা।
নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান না থাকায়, এ ম্যাচে নতুন রূপে নেমেছে বাংলাদেশ। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডের দলে এসেছে ৫টি পরিবর্তন। দলে ফিরেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, তানজিম সাকিব ও রিশাদ হোসেন।