ক্রিকেট
এখন মাঠে
0

শেয়ারবাজার কেলেঙ্কারিসহ সব অভিযোগই মিথ্যা দাবি সাকিবের

আসিফ হোসেন

শেয়ারবাজার কেলেঙ্কারিসহ গণমাধ্যমে আসা সব অভিযোগই মিথ্যা। এমনটাই দাবি সাকিব আল হাসানের। বিপিএল দল চিটাগাং ভাইকিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীকে এসব কথা জানিয়েছেন তিনি।

তবে আসন্ন বিপিএলে অংশ নিতে সাকিবের দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও জানিয়েছেন সামির কাদের।

চিটাগাং ভাইকিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, ‘জ্বি আমার সাথে কথা হয়েছে। রিসেন্ট কিছু নিউজ দেখার পর ওনাকে প্রশ্ন করেছিলাম। যেগুলো উনি আমাকে বলছেন ওগুলো একটাও সত্যি না। উনি নাকি ওগুলো বলেনি। যেটাই হোক এটা ওনার ব্যক্তিগত বিষয়। আমি কোনো কমেন্ট দিতে চাচ্ছি না।

তিনি বলেন, ‘আমার কিছু প্রশ্ন ছিল আমি করেছি। তিনি বলেছেন এগুলো একটাও সত্য না।’

দেশে ফেরার বিষয়ে কিছু জানিয়েছেন কী না এমন প্রশ্নের জবাবে সামির বলেন, ‘উনি সেরকম কিছু বলেন নি।’

এএইচ