বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত জ্যামাইকা টেস্টে পায়ে ব্যথা পান জোসেফ। আর গেল মাসে ইংল্যান্ড সিরিজে উরুর চোট পান ফোর্ড। এই সিরিজের আগেও সুস্থ হননি তিনি। বর্তমানে দুজনই আছেন পুনর্বাসনে।
ফোর্ড ও শামার চোটের কারণে ছিটকে যাওয়ায় বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস। দুজনই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
জাতীয় দলের হয়ে এর আগে ২০২২ সালে একটি টেস্ট খেলা হয়েছে মিন্ডলির। তবে ওয়ানডে দলে এবার প্রথম ডাক পেলেন তিনি সাম্প্রতিক সময়ে ঘরোয়া আসর সুপার ফিফটি কাপে সাত ম্যাচে ২০ উইকেট নেন তিনি।
অপরদিকে জাতীয় দলের দুয়ার এবারই প্রথম খুলল ব্লেডসের সামনে। ২২ বছর বয়সী এই ক্রিকেটারের ৯টি লিস্ট 'এ' ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন।