টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলতে সক্ষম হয় সফরকারী আয়ারল্যান্ড নারী দল। ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানের মাথায় ওপেনিং ব্যাটার মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ।
তবে আরেক ওপেনার ফারজানা হককে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তা রেকর্ড জুটি গড়েন। যে কোনো উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪৩ রানের রেকর্ড জুটিতে তৈরি হয় জয়ের মঞ্চ।
অর্ধশতক তুলে শারমিন সুপ্তা ও ফারজানা হক আউট হয়ে ফিরলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মুস্তারির ব্যাটে ভর করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।
এই জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতার অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।