জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার (৩০ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টসের কথা থাকলেও কিংস্টনের মাঠ অপ্রস্তুত থাকায় টসে দেরি হয়। এরপর ভেস্তে যায় দিনের এক সেশন, প্রায় সাড়ে চার ঘণ্টা পর হয় টস। দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে আছেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে সুযোগ দেয়া হয়েছে।
দিনের প্রায় দুই সেশন পর মাঠে নেমে রোচের বলে খোঁচা দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয়। ডানহাতি এ ব্যাটার করেন মাত্র ৩ রান।
তিনে নেমে ছন্দে থাকা বাঁহাতি ব্যাটার মুমিনুল হক মারেন ডাক। মাহমুদুল জয়কে আউট করার পর মুমিনুলকেও ফেরান রোচ।