ক্রিকেটভক্তদের চোখ আটকে ছিল সৌদি আরবের শহর জেদ্দায়। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দু’দিনব্যাপী মেগা নিলাম অনুষ্ঠিত হচ্ছে শহরটিতে। আর আইপিএল নিলাম মানেই অর্থের ছড়াছড়ি। নিলামের হাতুড়ির নিচে মেগা স্টারদের ভাগ্য পেন্ডুলামের মতো ঝুলে থাকে।
দুইদিনের নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। প্রথমদিন তোলা হয় মাত্র ৮৪ জনকে। সংখ্যাটা কম হলেও, প্রথমদিনেই চোখ থাকে সকলের।
হয়েছেও তাই; আইপিএলের মেগা নিলামে যেন ইতিহাস গড়ার মিশনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা।
দিনের প্রথম ডাকেই আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় বোলারের রেকর্ড নিজের করে নেন ১৮ কোটিতে পাঞ্জাব কিংসে যোগ দেওয়া আর্শদীপ সিং। যদিও পরবর্তীতে একই দলে একই দামে এসে এতে ভাগ বসান যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তি এখন চাহালের।
২৩ কোটি ৭৫ লাখ রুপিতে ভেঙ্কেটেশ আইয়ারকে দলে নিয়েছে কলকাতা। মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১২ কোটি ২৫ লাখ রুপিতে সিরাজ এবং ৯ কোটি ৫০ লাখ রুপিতে প্রসিধ কৃষ্ণাকে ঘরে ভিড়িয়েছে গুজরাট। ৯ কোটি ৭৫ লাখ রুপিতে ১০ বছর পর চেন্নাইয়ে গেছেন রবিচন্দন অশ্বিন। একই দামে আবেশ খানকে কিনেছে লক্ষ্ণৌ। আর নটরাজনকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গেছেন দিল্লিতে।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব হারিয়েছেন মিচেল স্টার্ক। প্রথমে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে বিক্রি হওয়া শ্রেয়াস আইয়ার এবং পরে রেকর্ড ভেঙে ২৭ কোটি রুপিতে রিশাভ পান্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব নিজেদের করে নিয়েছেন।
নিলামে বড় দরপতনেরও সাক্ষী হতে হয়েছে স্টার্ককে। গেলোবার ২৪ কোটি ৭৫ লাখ পাওয়া এই অজি পেসারকে ১৩ কোটি রুপি কমে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস
শুরুতে নিলামের সংক্ষিপ্ত তালিকায় না থাকা জফ্রা আর্চারকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। একই দামে মুম্বাইতে গেছেন ট্রেন্ট বোল্ট আর বেঙ্গালুরুতে জস হ্যাজেলউড।
৪ কোটি ২০ লাখে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েছে পাঞ্জাব। এই অজি অলরাউন্ডার এর আগে দুই দফায় পাঞ্জাবে খেলেছেন ৫ মৌসুম। ১০ কোটি রুপিতে আফগান স্পিনার নূর আহমেদের ঠিকানা কিনেছে।
প্রথম দিনের নিলামে থেকেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। মারকুটে দুই ব্যাটারের ২ কোটি ভিত্তিমূল্য থাকলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ।
নিলামের দ্বিতীয় দিনে থাকবে ৪৯৩ জন ক্রিকেটার। যে তালিকায় আছে বাংলাদেশের ১২ জন। প্রথম দিনে টাইগারদের কাউকে দর কষাকষির জন্য তোলা হয়নি।