ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএলে দুপুরের ম্যাচ কমাবে ভারতীয় ক্রিকেট বোর্ড

আর্থিক ক্ষতি সামাল দিতে আইপিএলে দুপুরের ম্যাচ ধীরে ধীরে কমিয়ে আনবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে দীর্ঘ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরগুলো। যদিও বাড়ছে না ম্যাচ সংখ্যা।

আইপিএল। যে আসরের জন্য শুধু ক্রিকেটার, দর্শক কিংবা ফ্র্যাঞ্চাইজিই নয়, মুখিয়ে থাকে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোও। কারণ, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

আইপিএল থেকে আয়োজকদের আয়ের বড় একটা অংশ আসে সম্প্রচার স্বত্ব থেকে। স্বাভাবিকভাবেই সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের চাহিদার কথাও বিবেচনায় রাখতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। গেল আসরগুলোর সূচিতে অধিকাংশ দিন দুটি করে ম্যাচ রাখতো বিসিসিআই। দেশটির সংবাদমাধ্যমের খবর, টিভি স্বত্ব কেনা প্রতিষ্ঠানের দিনেরবেলা মাঠে গড়ানো ম্যাচগুলোতে তুলনামূলক আয় কম হয়। যে কারণে প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজনের দাবি তাদের।

আর্থিক ক্ষতি সামাল দিতে একদিনে দুটি করে ম্যাচ আয়োজন বন্ধ করতে চায় বিসিসিআই। ২০২৫ সালের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও ইতোমধ্যে আসর শুরু আর শেষের সময় জানিয়ে দিয়েছে আয়োজকরা। গেলবারের চেয়ে দীর্ঘ হবে এবারের আসর। ২০২৫ আইপিএলে ব্যাট-বলের লড়াই চলবে ৭২ দিন। আগেরবার যা ছিল ৬৬ দিন। অর্থাৎ ধীরে ধীরে সন্ধ্যায় ম্যাচ আয়োজনের পথেই হাঁটবে দেশটির ক্রিকেট বোর্ড।

২০২৬ আর ২৭ সালের আইপিএলের ব্যাপ্তি আরো বাড়বে। এ দুই বছর ম্যাচ হবে ৭৮ দিন ধরে। এতে অবশ্য ক্ষতির সম্মুখীন হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ আসর চলাকালে বিভিন্ন দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কাড়ি কাড়ি টাকা ব্যয় করে বিদেশি ক্রিকেটার কিনলেও জাতীয় দলের ম্যাচের সময় নিশ্চয়ই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য দলগুলো।

প্রতিযোগিতা দীর্ঘ হলেও ম্যাচ অবশ্য বাড়ছে না। আগামী ৩ বছর ৭৪ টি করে ম্যাচ হওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। আগামী বছর আইপিএল শুরু ১৪ই মার্চ। ফাইনাল ২৫ মে।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কেকেআরে ভেঙ্কাটেশ আইয়ার

আইপিএলের প্রথম দিনে নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি খরচ করেছে ৪৬৭ কোটি রুপি

প্রথমবার টেস্টে নেতৃত্ব দেয়া মিরাজের পাশেই থাকছেন বিসিবি সভাপতি

প্রয়োজনে দেবেন পরামর্শ

পরবর্তী তিন আইপিএল শুরু ও শেষের সময়সূচি ঘোষণা

আইপিএল নিলামে নাম তুললেও আপাতত ক্রিকেটেই ফোকাস রিশাদের

ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন বৈভব সূর্যবংশী!
ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন বৈভব সূর্যবংশী!

আইপিলের মেগা নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি, মুস্তাফিজের দ্বিগুণ

নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ

কোহলি-পুরানের চেয়েও দামি ক্রিকেটার ক্লাসেন

২৩ কোটি রুপিতে হায়দরাবাদে

ক্রিকেট জার্সিতে ব্যতিক্রমী নাম্বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় শরৎ উৎসব অনুষ্ঠিত

সংকটে পশ্চিমবঙ্গের ফুল ব্যবসায়ী, ঢাকিসহ নানা পেশার মানুষ
সংকটে পশ্চিমবঙ্গের ফুল ব্যবসায়ী, ঢাকিসহ নানা পেশার মানুষ

আইপিএলে কোন দলের মালিক কে?