ক্রিকেট
এখন মাঠে
0

অ্যান্টিগায় প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহে করেছে।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে এ ম্যাচে অধিনায়কত্ব করছেন মেহেদি হাসান মিরাজ। নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। ফলে একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।

আগের টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাদমান ইসলাম। ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন দিপু। এছাড়াও একাদশে আছেন জাকির হাসান, জয়, মুমিনুল, লিটন দাস, জাকের আলি, তাইজুল ও হাসান মাহমুদ।

এএইচ