ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টির মাধ্যমে ২২ গজে ফিরছেন তামিম ইকবাল

দীর্ঘ বিরতির পর আসন্ন জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ২২ গজে ফিরছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এনসিএল খেলতে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন এই ওপেনার।

নাঈম হাসানের করা গুড লেন্থের বলে ডাউন দ্য ট্র্যাকে এসে তামিমের লফটেড ড্রাইভ। ভিনটেজ তামিমের ব্যাটে যেন ফিরে পাওয়া গেল পুরোনো স্মৃতি। কে বলবে এই তামিমই ২২ গজ থেকে দূরে আছেন ৬ মাসের বেশি!

মিরপুরে গেল এক সপ্তাহের নিয়মিত ছবিই এটি। ব্যাট-প্যাড হাতে ঘড়ির কাটা দেখে তামিম আসবেন। করবেন ঘণ্টা দুয়েক অনুশীলন।

তবে তামিমের এই অনুশীলনের নিয়মিত দৃশ্য মাঠের বাহিরে তৈরি করেছিল হাজারো প্রশ্ন। তবে কি আবারও গায়ে লাল-সবুজ জার্সি চড়াতেই অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন ড্যাশিং ওপেনার? নাকি উইলো হাতে আরেকটি বিপিএল মাতাতে নিজেকে প্রস্তুত রাখছেন তামিম ইকবাল খান?

গণমাধ্যমে ছড়িয়ে পড়া সেই কৌতূহলের উত্তর এবার দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার । জাতীয় দল কিংবা বিপিএল নয়, আসন্ন এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাট খেলতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন খান সাহেব।

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘তামিম এনসিএল টি-টোয়েন্টি খেলবে এটা মোটামোটি একটা তার ইচ্ছা পোষণ করেছে। এবং সে জায়গাটাও তার খেলাটা কনফার্ম সেটা আপনারা ধরে নিতে পারেন।’

তবে এনসিএল খেলতে নিয়ম মেনে তামিমকে দিতে হবে ফিটনেস টেস্ট। টেস্টে পাশ মার্ক এলে তবেই পাবেন লিগ খেলার অনুমতি।

হান্নান সরকার বলেন, ‘ফিটনেস টেস্ট দিতে হবে। এটা সবাইকেই দিতে হবে। এটা আমাদের ব্যাসিক একটা ক্রাইটেরিয়া। ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, এরপর তার কিছু টার্গেট থাকে। কিছু কিছু ক্ষেত্রে প্রথম যে টার্গেট থাকে সেটা বাদ দিয়ে অনেক সিনিয়র প্লেয়ারকে খেলার সুযোগ দেয়া হয়েছে। যারা জাতীয় লীগে খেলছে। তামিমকেও সেই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আসতে হবে।’

এবারের এনসিএলে তামিমের পাশাপাশি দেখা যেতে পারে আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমকেও। তবে সাকিবের খেলা না খেলার ব্যাপারে এখনও কিছুই জানেন না টাইগারদের এই নির্বাচক।

তিনি বলেন, ‘সাকিবের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, আমি কিছুই জানিনা। সো এ ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারবো না।’

আগামী ১১ ডিসেম্বর শুরু হওয়া এনসিএল টি টুয়েন্টি লিগের ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। বিপিএলের আগে খেলোয়াড়দের প্রস্তুতির কথা মাথায় রেখে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এএইচ