ক্রিকেট
এখন মাঠে
0

দীর্ঘদিন পর আবারো ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন মমিনুল-তাইজুলসহ ছয় ক্রিকেটার। সেখান থেকে বাকি সদস্যদের সাথে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং। টেস্ট দলের ওপেনার সাদমান ইসলামও সেটা মানছেন, তবে চাপ নিতে চান না। পাশাপাশি সিনিয়র কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের সংযোজনও বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার সাদমান ইসলাম বলেন, ‘স্যারের সাথে সবাই কাজ করেছে কম বেশি। এখন যদি নিজেদের কিছু লাগে অবশ্যই তার কাছ থেকে নিবো। যাবো তো জয়ের জন্য। চেষ্টা থাকবে ভালো খেলার।’

সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে টাইগারদের পরিসংখ্যান সাদমানদের জন্য কিছুটা অস্বস্তির। ১০ টেস্টে দুই জয় আর এক ড্রয়ের বিপরীতে হার সাত ম্যাচে। অবশ্য ওয়ানডের পরিসংখ্যানে দু'দলই সমানে সমান। সর্বমোট ১৬ টি ৫০ ওভারের ম্যাচে সমান ৮টি করে জয়-পরাজয়।

তবে টি-টোয়েন্টিতে ক্যারিবীয় কন্ডিশনে জয় এখনও অধরা টাইগারদের। ছয় ম্যাচের চারটিতেই হার আর বাকি দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ এবার নিশ্চয়ই টেস্ট ও ওয়ানডেতে ভালো করার পাশাপাশি টি-টোয়েন্টিতেও ভাঙতে চাইবে পরাজয়ের বৃত্ত।

ইএ