ক্রিকেট
এখন মাঠে
0

আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে আজ (সোমবার, ১১ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ধারায় ফিরলেও টাইগারদের চিন্তার কারণ মিডল অর্ডারে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। সিরিজ জয় নিশ্চিত করতে হলে রপ্ত করতে হবে আফগানদের বৈচিত্র্যময় ম্পিনের সামলানোর কৌশলও। শারজায় আফগানিস্তান-বাংলাদেশের অঘোষিত ফাইনাল ম্যাচও হতে চলেছে এটি।

তিন ফরম্যাটে মিলিয়ে টানা আট ম্যাচ পর সিরিজে সমতা ফেরানো জয়। তবুও যেনো স্বস্তিতে নেই বাংলাদেশ। কারণটা চিরাচরিত ব্যাটিং ব্যর্থতা হলেও এবার সেখানেও খানিকটা ভিন্নতা আছে। ওপেনিং নিয়ে মাথাব্যথাটা পুরোনো হলেও এবার চিন্তার কারণ মিডল অর্ডার ব্যাটিং। যেনো মাঝ দরিয়ায় নৌকা নিয়ে গিয়ে বৈঠা হারিয়ে ফেলছেন ব্যাটাররা।

সৌম্য-শান্তরা মোটামুটি ভালো শুরু এনে দিলেও মাঝপথে খেই হারিয়ে ফেলছেন তাওহিদ হৃদয়-মাহমুদউল্লাহ রিয়াদরা। ২০২৩ বিশ্বকাপের পর সুযোগ পাওয়া ম্যাচগুলোতে একবারেই খোলস বন্দী সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ। আফগান সিরিজে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না মেহেদি মিরাজ। ব্যাতিক্রম নন তাওহীদ হৃদয়ও।

দারুণ শুরু করেও গজনফার, খারোটে কিংবা রাশিদ খানদের ঘূর্ণি স্পিনের জবাব যেন নেই। হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ টাইগার শিবিরে ফেলছে চিন্তার ভাঁজ। সর্বশেষ পাঁচ ম্যাচে আফগান বিপক্ষে চার জয় নিয়েও তাই অস্বস্তিতে শান্তরা।

বোলারদের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন তাসকিন-মুস্তাফজি-নাছুমরা। তবে শেষ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে হলে আফগান স্পিন ধাঁধাঁর সমাধান করার বিকল্প নেই।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর