ক্রিকেট
এখন মাঠে
0

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। প্রায় পাঁচ মাস পর সংস্করণ ও ভেন্যু বদলালেও ফল পরিবর্তন হয়নি। তবে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। শনিবার শারজায় দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে শান্ত-মিরাজরা।

আফগানিস্তানের সঙ্গে যেন জিততে ভুলেই গেছে বাংলাদেশ। ভেন্যু বদলায়, সংস্করণ বদলায় কিন্তু ফলটা থেকে যায় একই।

শারজায় পরশু রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ তাতে খুব একটা বিচলিত নন। বরং আশা দেখছেন ঘুরে দাঁড়ানোর।

বাংলাদেশ দলের এ অলরাউন্ডার বলেন, ‘একটা ম্যাচ হেরেছি। এখনো দুটো ম্যাচ আছে। সো দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি। সো আশা করি যে, যেহেতু অনেকদিন পর খেলেছি, এ মাঠের একটা আইডিয়া হয়েছে।’

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল একাদশ সাজাতেই হিমশিম খাবে। আগে থেকেই অসুস্থতার কারণে সিরিজে নেই লিটন দাস। এবার নতুন দুশ্চিন্তার কারণ মুশফিকের অনুপস্থিতি।

মিরাজ বলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক যে মুশফিক ভাই ইনজুরড হয়েছে। এবং মুশফিক ভাই টিমের ভেতর কত গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে এবং দেশকে সার্ভিস দিয়েছে সেটা অসাধারণ ছিল।’

আফগান অফ স্পিনার এএম গাজানফারের বল যেন গোলকধাঁধার মতো ঠেকেছিল বাংলাদেশের কাছে। তিনি একাই ঝুলিতে ভরেন ৬ উইকেট। অভিজ্ঞ ও ও পরীক্ষিত ব্যাটাররা যেন বুঝতেই পারছিলেন না বলের গতিবিধি। তবে দায় চাপাতে চাইলেন উইকেটের ওপর।

মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের দুইজনের কাছে উইকেটটা ইজিই মনে হয়েছিল। কিন্তু ২০ ওভারের পর বল একটু নরম হয়ে যাওয়ার পর টার্ন নেয়া বেশি শুরু হয়। তো আপনি প্রেডিক্ট করতে পারবেন না কোন বল সোজা যাবে আর কোন বল টার্ন করবে।’

দলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। দুঃস্বপ্নের ভারত সফরের পর সাউথ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে শান্তরা। নাটকীয় হার দিয়ে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু করেছে টাইগাররা। পা হড়কালেই খোয়াতে হবে সিরিজও।

এএইচ