ক্রিকেট
এখন মাঠে
0

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই

আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে ও ওঠার লড়াইয়ে এসেছে নাটকীয় মোড়। ৫ দলের সামনে সুযোগ থাকছে জুনে অনুষ্ঠিতব্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হবার পর অনেকটা কোণঠাসা অবস্থায় টিম ইন্ডিয়া।

ঘরের মাটিতে প্রথমবারের মতো ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। আর তাতেই পালটে গেছে হিসেব-নিকেষ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে কে খেলবে ফাইনালে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছে টিম ইন্ডিয়া। ফলে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে বিশাল চ্যালেঞ্জের সামনে রোহিত-কোহলিরা।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে জয়ী দলগুলোর শতকরা হার অনুযায়ী। সে হিসেবে এখন ও সুযোগ আছে ভারতের। ১৪ ম্যাচে ভারতের সংগ্রহ ৯৮ পয়েন্ট। শতকরা হার ৫৮.৩৩। অপরদিকে ভারতকে টানা ৩ ম্যাচ হারিয়ে ১১ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের ৪ নম্বরে কিউইরা। তাদের শতকরা হার ৫৪.৫৫।

ভারত দ্বিতীয় স্থানে নেমে যাওয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই বেশ ফুরফুরে মেজাজে আছে অজিরা। ১২ ম্যাচে ৮ জয়ে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যাট কামিন্সের দল। তাদের শতকরা হার ৬২.৫০।

লিগ টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৫ জয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ৬০ শতকরা হার ৫৫.৫৬। টেস্ট চ্যাম্পিয়ন শিপের ৫ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের শতকরা হার ৫৪.১৭।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে আর বাকী ১৮ টেস্ট। তালিকার তলানীতে থাকা বাকি ৪ দল ইংল্যান্ড,পাকিস্তান বাংলাদেশ কিংবা উইন্ডিজের সামনে সুযোগ নেই শীর্ষ দুইয়ে যাবার। তাই লর্ডসে ১১-১৫ জুন কোন দুটি দল ফাইনালে খেলবে তার জন্য অপেক্ষা করতে হবে আরেকটু সময়।

ইএ