ক্রিকেট
এখন মাঠে
0

কোহলি-পুরানের চেয়েও দামি ক্রিকেটার ক্লাসেন

২৩ কোটি রুপিতে হায়দরাবাদে

২০২৪ আইপিএলের ইতিহাসে ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন হেনরিক ক্লাসেন। নিলামের আগেই সবচেয়ে বেশি ২৩ কোটি রুপিতে তাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। গেল আসরে সবচেয়ে বেশি ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সবার ওপরে মিচেল স্টার্ক। তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে আছেন ভিরাট কোহলি ও নিকোলাস পুরান।

আইপিল নিলাম মানেই টাকার ওড়াউড়ি। খেলোয়াড় কেনাবেচার বিশাল আয়োজন। ২০২৪ আইপিএল নিলামে সর্বোচ্চ ২৪ কোটি ২৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনে নেয় কেকেআর।

এবার নিলামের আগেই রিটেইনড প্লেয়ার হিসেবে ২৩ কোটি রুপি পাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিক ক্লাসেন। আর এর মধ্য দিয়ে হয়ে গেলেন আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। ২০২৩ সালে ক্লাসেনকে ৫ কোটি ২৫ লাখ টাকায় কিনেছিলো সানরাইজার্স।

তালিকার তৃতীয় স্থানে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাণ ভিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। ২১ কোটি টাকা খরচ করে কোহলিকে ধরে রেখেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। অপরদিকে টানা দুই আসরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ পুরানকেও একই দামে ধরে রেখেছে সানরাইজার্স ।

মিচেল স্টার্ককে ধরে রাখেনি কেকেআর। তাই, আপাতত তাকে ভুলে যেতে হচ্ছে আগেরবারের ২৪ কোটি ২৫ লাখ রুপির হিসাব। অপরদিকে হায়দরাবাদ অধিনায়ক কামিন্সকে ধরে রেখেছে ১৮ কোটি রুপিতে। তবে গেলো বারের হিসেবে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় প্রথম পাঁচে আছেন এই দুই অজি তারকা।

এছাড়া আইপিএল খেলা ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি বেতন বেড়েছে রাজস্থান রয়ালসের ধ্রুব জুড়েল ও লঙ্কান পেসার মাতিশা পাতিরানার। উল্লেখযোগ্য হারে বেতন বেড়েছে রজত পাতিদার, মায়াঙ্ক যাদব, রিংকু সিংসহ বেশ কজন ক্রিকেটারের। গেলবারে যাদের পারিশ্রমিক ছিল মাত্র ২০ লাখ, তাদের ঝুলিতে এবা্র জমা হবে কোটি কোটি রুপি।

ইএ