ক্রিকেট
এখন মাঠে
0

মেহেদি মিরাজ যেনো বিপদের বন্ধু!

সাদা পোশাকে আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন মেহেদি মিরাজ। অপরাজিত হাফ সেঞ্চুরিতে মিরপুর টেস্টে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন এই অলরাউন্ডার। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য রেকর্ড গড়ে স্টোকস-জাদেজাদের অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন মিরাজ।

মেহেদি মিরাজ যেনো বিপদের বন্ধু। দলের কঠিন সময়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন ক্রাইসিস ম্যান হিসেবে। টপ অর্ডার ব্যাটারদের যাওয়া আসার মিছিলের বিপরীতে জাকের আলীকে নিয়ে শতাধিক রানের জুটিতে মিরাজ আরও একবার লিখেছেন ঘুরে দাঁড়ানোর গল্প। অপরাজিত ৮৭ রানের ইনিংসে মিরপুর টেস্টে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে চ্যালেঞ্জিং লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আলোকস্বল্পতায় শেষ বিকেলের খেলা পণ্ড হলেও দিনশেষে মিরাজ স্বমহিমতায় উজ্জ্বল। তেমনিভাবেই বছর জুড়ে ব্যাটের পাশাপাশি বল হাতেও আলো ছড়িয়ে যাচ্ছেন মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের মাঝপথেই ব্যাট এবং বল হাতে ৫৩৪ রান ও ৩৪ উইকেট নিয়ে অলরাউন্ডারদের অভিজাত ক্লাবে মিরাজ। এই টাইগার অলরাউন্ডার ছাড়া যে কীর্তি আছে শুধু বেন স্টোকস আর রবীন্দ্র জাদেজার।

লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও চলতি বছরে সাদা পোশাকে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক মেহেদি মিরাজ। এ বছর খেলা সাত টেস্টে ৫০ গড়ে ৪৫১ রান মিরাজের, যার বেশিরভাগ রানই এসেছে দলের ব্যাটিং বিপর্যয়ের সময়।

বল হাতেও দারুণ সময় কাটাচ্ছেন মেহেদি মিরাজের। বছর জুড়ে ধারাবাহিকতার নজির গড়ে সাত টেস্টে নিয়েছেন ২৬ উইকেট, টপকে গেছেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদদের।

বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রতিভা এসেছে। যাদের বেশিরভাগই থেকে গেছেন সম্ভাবনা হয়েই। তবে মিরাজ এক্ষেত্রে ব্যতিক্রম বর্তমান।

এসএস