ক্রিকেট
এখন মাঠে
0

সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুরেই হওয়া উচিত ছিলো: শান্ত

সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুরেই হওয়া উচিত ছিল বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বললেন, একটা ভালো বিদায় সাকিবের প্রাপ্য ছিল। তবে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে পূর্ণ মনোযোগী হতে চান তিনি।

মিরপুর টেস্টের পরিবর্তিত স্কোয়াডে না থেকেও যেন আছেন সাকিব। প্রথম টেস্টের শুরুর আগের ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সেও ঘুরেফিরে তারই প্রসঙ্গ।

সাকিবকে ইস্যুতে অধিকাংশ উত্তর দিতে হলো টাইগার অধিনায়ক শান্তকে। বললেন, একটা ভালো বিদায় সাকিবের প্রাপ্য ছিল। তবে যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, তাই খেলার দিকেই মনোযোগ দিতে চান।

দেশের মাটিতে সাকিবের বিদায় না নিতে পারাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন শান্ত। টাইগার কাপ্তান বলেন, ‘আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

একাদশে সাকিব থাকা মানেই প্রতিপক্ষের বাড়তি চিন্তার কারণ। আগামীতে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের অভাব কেউ পূরণ করতে পারবেন? এমন প্রশ্নে অধিনায়কের প্রথম পছন্দ মেহেদি মিরাজ।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সাকিব ভাইয়ের মতো প্লেয়ার আছে সেটা আমার কাছে মনে হয় না। তবে মিরাজ টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে। আমার মনে হয় এই জায়গাটা উন্নতি করার সুযোগ আছে তবে মিরাজ এই দায়িত্বটা নিতে প্রস্তুত।’

আন্তর্জাতিক ম্যাচের উইকেট নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন জাতীয় দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন। তার কথাতেই পরিষ্কার মিরপুরের উইকেটে স্পিন পরীক্ষা দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি টাইগাররা। তবে চেনা উইকেটে এবার অধরা জয়কে ধরতে চায় বাংলাদেশ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর