এর আগে বুধবার (১৬ অক্টোবর) সাকিব আল হাসানকে দলে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল দেশের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিবের। সে অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে রওনাও দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দুবাই পৌঁছানোর পর দেশে না আসার সিদ্ধান্ত নেন তিনি।
পরে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আপাতত সাকিবের দেশে খেলতে আসার ব্যাপারে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দেয়া হয়েছে।
মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর থেকে। আর অপর ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। দু'টি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডে রাখা হয়নি সবশেষ ভারত সিরিজে খেলা পেসার খালেদ আহমেদকে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলে থাকা অন্যান্যরা হলেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান।
এছাড়াও রয়েছে লিটন দাস, জাকির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
দলের সঙ্গে নতুন মুখ হয়ে যোগ দিবেন এই স্পিনার হাসান মুরাদ।