ক্রিকেট
এখন মাঠে
0

নারী বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে রাতে মাঠে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আজ (শুক্রবার, ১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

গ্রুপ 'বি' থেকে শেষ চার নিশ্চিত করা ক্যারিবিয়ান নারীরা বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যদিও পরের তিন ম্যাচে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উইন্ডিজ নারী ক্রিকেট দল।

অন্যদিকে গ্রুপ 'এ' থেকে চার ম্যাচের দিনটিতেই জয় নিয়ে সেমির টিকিট পায় নিউজিল্যান্ড। যদিও কিউইরা ভারতের বিপক্ষে ৫৮ রানের বড় জয় শেষ চারে উঠার বড় কারণ বলে মনে করেন তারা।

এর আগে প্রথম সেমিফাইনালে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।