ক্রিকেট
এখন মাঠে
0

দেশে ফিরছেন না সাকিব!

আপাতত দেশে ফিরছেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট খেলা হচ্ছে না তার। জানা গেছে, দেশে ফিরতে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন সাকিব। তবে সংযুক্ত আরব আমিরাতে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত না পাওয়ায় আপাতত ফিরছেন না তিনি।

সাকিব ইস্যুতে ফের নাটকীয়তা, যেন রহস্যময় কোনো অ্যাডভেঞ্চার গল্প।

সাকিব আল হাসান দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন, আশা ছিল এমনটাই। তবে বিধি বাম! জানা গেছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই। মিরপুর টেস্টের দলে নাম থাকলেও শেষ পর্যন্ত দেশে ফেরা হচ্ছে না তার।

জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা দিয়েছিলেন সাকিব। তবে মাঝপথেই আটকে যায় সে যাত্রা। গত রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান সাকিব। এরপরই বাধে বিপত্তি। সাকিবকে পরামর্শ দেয়া হয় দেশে না ফেরার।

দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, একথা মানেন তার নিন্দুকরাও। তবে মাঠের বাইরে নানা ধরনের কাজের সাথে সংশ্লিষ্টতায় তার বিরুদ্ধে অভিযোগও জমেছে বিস্তর। আর তাই দেশের সবচেয়ে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারকেও সম্ভবত বিদায় নিতে হচ্ছে মাঠের বাইরে থেকেই।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর