আগামীকাল (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে দেশের সবচেয়ে সফল এই অলরাউন্ডারের।
মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর থেকে। সেটি হবে সাকিবের ক্যারিয়ারের বিদায়ী টেস্ট। আর অপর ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডে রাখা হয়নি সবশেষ ভারত সিরিজে খেলা পেসার খালেদ আহমেদকে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলে থাকা অন্যান্যরা হলেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান।
এছাড়াও রয়েছে লিটন দাস, জাকির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।