এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। বিসিবি সভাপতি জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের মেয়াদ থাকবে।
২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সে সময় চুক্তির মাঝপথে হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে যান হাথুরু। গুঞ্জন উঠেছিল কোনো ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়তো দেশ ছেড়েছেন তিনি।
তবে সে সময় কিছু জানা গেলেও অনেকদিন পরে জানা যায়, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণে সে সময় তাকে বাংলাদেশের দায়িত্ব ছাড়তে হয়।
গত বছর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।