স্কটল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয় দিয়ে বিশ্বকাপ শুরু। সেমিফাইনালে যাওয়ার আশাও জাগিয়েছিল নারী ক্রিকেট দল। তবে টানা দুই হারে সেই আশা রূপ নিয়েছে হতাশায়।
ক্রিকেটে বহুল প্রচলিত প্রবাদ ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। অথচ নিগার সুলতানা জ্যোতির দল তিন ম্যাচে ক্যাচ ছেড়েছে নয়টি। আর ফিল্ডিংও কোনোভাবে ম্যাচ জয়ের পক্ষে ছিল না।
তাই, বোলিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও ইংল্যান্ডের সাথে হার। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। চলতি বিশ্বকাপে তাজ নেহার কিংবা সাথি রাণীদের ব্যাটিং যেনো বালির বাঁধ। বিশেষ করে মিডল ওভারগুলোতে জ্যোতিদের ব্যাটিং যেনো একটু বেশিই দৃষ্টিকটু। তবে, শেষ ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল হারে সেমির সমীকরণ এখন বেশ কঠিন বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে তাই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, ইংল্যান্ডকেও হারতে হবে পরের দুই ম্যাচেই। এখন এই হিসাব কতটা মিলবে, তা নির্ভর করছে জ্যোতিদের পারফরম্যান্স আর অনেক যদি কিন্তুর ওপরে।