দেশের নারী ক্রিকেটারদের এমন রূপ ক্যামেরার লেন্সে ধরা পড়ে খুব কমই। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চ বলে কথা। সংযুক্ত আরব আমিরাতে উড়োজাহাজ ধরার আগে এক ফ্রেমে ধরা দিলেন দলের ক্রিকেটার থেকে কোচ। এমনকি বিসিবি নতুন সভাপতিও বাদ যাননি বিসিবির আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজন থেকে।
ফটোসেশনে যোগ দেন নারী ক্রিকেটার। ছবি: এখন টিভি
এবারের বিশ্বকাপ দেশের মাটিতে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছে ভেন্যু পরিবর্তন। আয়োজন হবে বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের দূরে সংযুক্ত আরব আমিরাতে। তাতে ক্রিকেটারদের খেলায় কী কোনো প্রভাব পড়বে?
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'শারজা আমাদের জন্য একদম নতুন একটা ভেন্যু। যেহেতু দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবো তাই কিছুটা আইডিয়া পাবো।'
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা বাদে বাকি সব দলের বিপক্ষে লড়াই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানকার উইকেট স্পিন সহায়ক হওয়ায় সে সুযোগ কাজে লাগাতে চান বাংলা অধিনায়ক।
তিনি বলেন, 'ইংল্যান্ডের সাথে বরাবরই বিশ্বকাপে দেখা হয়। এছাড়া তাদের সাথে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলাম।'
দলে যেমন জ্যোতি, ফারজানা, জাহানারাদের মতো অভিজ্ঞদের নাম আছে, পাশাপাশি দিশা, তাজদের মতো নতুনদেরও জাতীয় দলের জার্সি গায়ে টি-২০ ফরম্যাটে ভালো কিছু করার সুযোগ দেয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে বিশ্বকাপে নতুন কিছু অর্জনের লক্ষ্যে দেশ ছাড়বেন বাঘিনীরা।