পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার পর আশায় বুক বাঁধে পুরো দেশ। ভারতের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা বাংলাদেশ এবার হয়তো পাবে জয়ের স্বাদ।
তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। আর এর কারণ হিসেবে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। যখন ভারত ব্ড় লিড পেয়ে যাওয়ায় তাদের জন্য সহজ হয়ে যায়।’
২৮০ রানের বড় ব্যবধানে হারের পরেও সাবেক টাইগার অধিনায়ক এই টেস্টে প্রাপ্তির বিষয়গুলো আলাদা করে দেখছেন। বিশ্বাস ও ধৈর্য রাখতে বলছেন ব্যাটারদের।
তিনি বলেন, ‘আমাদের হাসান মাহমুদ ভালো বল করেছে। ব্যাটসম্যানরা বড় রান করতে না পারলেও রান করেছে। আমরা করতে পারি। আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখলে আমরা ভালো করতে পারবো।’
এখন পর্যন্ত খেলা ১৪ টেস্টে মাত্র দু'বার ড্র করতে পেরেছে বাংলাদেশ, তাও বৃষ্টির কল্যাণে। আর আপাতত এই শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে ড্র'কেই বড় প্রাপ্তি মানেন পাইলট।
ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারলে বিশ্বের বাকি বড় দলগুলো সমীহ করবে ও ভবিষ্যতে টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণও জানাবে বলে মত পাইলটের।