ক্রিকেট
এখন মাঠে
0

চেন্নাই টেস্টে আগ্রাসী শুরুর পর বেহাল দশায় বাংলাদেশ

চেন্নাইয়ে দ্বিতীয় দিনশেষে স্বাগতিকদের চেয়ে ৩০৮ রানে পিছিয়ে হাথুরুর দল। ভারতীয় বোলারদের তোপের মুখে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় রোহিত শর্মার দল।

শুরুটা ভারতকে কাঁপিয়ে হলেও সিরিজের প্রথম টেস্টে এখন বাংলাদেশের বেহাল দশা। চেন্নাইয়ে প্রথম দিনের সকালের সঙ্গে দ্বিতীয় দিনের সন্ধ্যা দুই সময়ে ভিন্ন দুই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথমদিন শেষে বাংলাদেশের লক্ষ্য ছিলো ভারতকে ৪০০'র মধ্যে বেঁধে ফেলা। দিনের শুরুতেই তাসকিন-হাসানের গতিতে সেই লক্ষ্য পূরণ করে টাইগাররা। এরমাঝেই প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ভারতের বিপক্ষে তাদের মাটিতে ফাইফারের দেখা পান লক্ষ্মীপুর এক্সপ্রেস।

স্বাগতিকদের বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখছেন সাদমান-জাকির-মুমিনুলরা। ভারতের বিপক্ষে টানা ৩ ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছে মুমিনুলকে।

২৬ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চের পর খেলতে নামে বাংলাদেশ। চাপ মুক্ত থাকতে ব্যাট চালিয়ে খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন শান্ত। দলপতির ব্যাটে বড় ইনিংসের আশা দীর্ঘায়িত করে ২০ রানেই ফিরেছেন এই বাহাতি। তার পরেই মি ডিপেন্ডেবল মুশফিকের বিদায়ে ৪০ রানেই প্যাভিলয়নে দলের অর্ধেক ব্যাটার।

কিছুটা আশার সঞ্চার করে সাকিব আল হাসান আর লিটন দাসের ব্যাট। পঞ্চাশোর্ধ জুটিতে যখন বিপদ কাটানোর সম্ভাবনা দেখছিলেন সমর্থকরা, তখনই বিলাসী সুইপ শট খেলতে গিয়ে দলীয় ৯১ ও ৯২ রানে আউট হন দু'জনই। মেহেদী মিরাজ থাকলেও শতরানের নিচেই অলআউট হবার শঙ্কা জাগে তখন।

যদিও শেষদিকে মিরাজের অপরাজিত ২৭ ও হাসান, তাসকিন, রানাদের ছোট ছোট অবদানে বাংলাদেশের ইনিংস ১৪৯ রানে পৌঁছায়। তাতে স্বাগতিকদের লিড দাঁড়ায় ২২৭ রানের। যদিও সফরকারীদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া।

ইনিংসের ৩য় ওভারেই তাসকিনের লাফিয়ে ওঠা বলে স্লিপে জাকিরের তালুবন্দি হন রোহিত। প্রথম ইনিংসে ফিফটির দেখা পাওয়া জয়স্বাল এই ইনিংসে ১০ রানেই নাহিদ রানার গতিতে পরাস্ত হন। ২০ তম ওভারে মিরাজের স্পিন ঘূর্ণিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন কোহলি। এরপর বাকি সময় গিল ও রিশাব পন্ত দেখেশুনে খেলে দিন শেষ করেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর