ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের মাটিতে ৫ উইকেট নিয়ে কীর্তি গড়লেন হাসান মাহমুদ

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইতিহাস গড়লেন টাইগার পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়লেন তিনি।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে অর্জনটা কেবল হাসানের নয়, অর্জনটা বাংলাদেশেরও। এই প্রথম ভারতের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের কোনো বোলার।

পেসার তো বটেই, দেশটিতে এর আগে খেলা তিন টেস্টে বাংলাদেশের কোনো স্পিনারও ইনিংসে পাঁচ উইকেট নিতে সক্ষম হননি। যেটা আজ করে দেখালেন হাসান।

২৪ বছর বয়সী হাসান মাহমুদ ভারতের মাটিতে ২০২০ সালের পর দ্বিতীয় পেসার হিসেবে ফাইফার পাওয়া বোলার। এর আগে ২০২১ সালে সবশেষ ৫ উইকেট পেয়েছিলেন কিউই পেসার টিম সাউদি।

আর এশিয়ানদের মধ্যে ভারতে সবশেষ ২০০৭ সালে সবশেষ ৫ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের ইয়াসির আরাফাত।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টিম টাইগাররা আগের ম্যাচটি খেলেছে পাকিস্তানে। সেপ্টেম্বরের প্রথমদিকে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ।

বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেয়ার আগের কীর্তিটি ছিলো রবিউল ইসলামের। যা এবার যুক্ত হলো হাসানের নামে।