ক্রিকেট
এখন মাঠে
0

কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা?

প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করায় ক্রিকেট দলকে বোনাস ও সংবর্ধনা দেয়া হচ্ছে। আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) বোনাসের অর্থ মুশফিক-শান্তদের হাতে তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী, র‍্যাংকিংয়ে এক থেকে ছয় নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ম্যাচ প্রতি চার লাখ টাকা করে বোনাস পান ক্রিকেটাররা। এবার দুই ম্যাচ জেতায় ক্রিকেটাররা আট লাখ টাকা পাবেন। সঙ্গে সিরিজ জয়ের জন্য বাড়তি আরও চার লাখ টাকা যোগ হচ্ছে। চুক্তি অনুযায়ী এই ১২ লাখ টাকা করে পাবেন প্রত্যেক ক্রিকেটার।

এছাড়া, প্রথম টেস্ট জেতায় ম্যাচের দ্বিগুণ বোনাস দেয়ার ঘোষণা ছিল। সিরিজ জেতায় বোর্ডের তরফ থেকে পাচ্ছেন বিশেষ বোনাস। সব মিলিয়ে প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ২০ লাখ টাকা করে। কোচিং ও সাপোর্টিং স্টাফরাও বোনাস পাবেন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর