ভারত সিরিজে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি। পাকিস্তান সফরে লাল বলের ক্রিকেটে সফলতার মঞ্চ প্রস্তুত করা টাইগারদের এবারে লক্ষ্যটা ভারত জয়ের। তবে ৫ দিনের ক্রিকেটে রোহিত, ভিরাটদের হারানোটা এতোটাও সহজ না, মানছেন প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া জাকের আলী অনিক।
জাকের আলী বলেন, ‘যেহেতু আমাদের লাস্ট সিরিজ ভালো গিয়েছে, সেই কনফিডেন্স থাকবে। এ বছর আমাদের চেষ্টা থাকবে যেটা আমরা আগে কখনো টিম হিসেবে করতে পারিনি সেটার চেষ্টা থাকবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সেরা ৫ এ রয়েছে নাজমুল শান্তর দল। ভারত সিরিজে একটা ম্যাচ জিতলে রয়েছে ৩ নম্বরে উঠে আসার সম্ভাবনা। সেই সুযোগটাও লুফে নিতে চান এই উইকেটকিপার ব্যাটার।
উইকেটকিপার ও ব্যাটার অনিক বলেন, ‘চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপ ভালো। তো দেখেন আমরা যদি ব্যাটিংয়ে ভালো করতে পারি, আপনারা দেখবেন লাস্ট দুইটা টেস্টে আমাদের সব ইউনিট ভালো করেছে। এর মধ্যে ব্যাটিং ইউনিট বেশ ভালো করেছে। আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করি। আমরা ব্যাটিংয়ে খারাপ করলে ম্যাচগুলো হেরে যাই। বোলাররা ভালো সাপোর্ট দিয়ে থাকে। তাই ব্যাটিং ভালো করতে পারলে আমাদের জন্য ভালো হবে।’
দেশের টেস্ট ক্রিকেটের উন্নয়নে প্রথম শ্রেণীর ক্রিকেটেই মূল ভরসার জায়গা। যেখানে প্রস্তুতি নেয়ার সুযোগ পায় ক্রিকেটাররা। তাই সেটিকে গুরুত্বের সাথে নেয়ার কথা জানান জাকের আলী।
তিনি বলেন, ‘দেখুন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খুবই ইমপরট্যান্ট আমাদের জন্য। আমরা কতটা কষ্ট করে খেলি সেটা আমরা জানি। আমি ২০১৭ সাল থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি। আমি জানি একেকটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে।’
দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টি খেলতে ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর ১৯ তারিখ চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট।