আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ২৬৯ ম্যাচ খেলে ১০ হাজার রান আর ১৪ বছরের সুদীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪টি শতক শিখর ধাওয়ানের। ভারতের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালে। এরপর আর জাতীয় দলে না খেললেও ২০২৪ আইপিএলেও মাঠ মাতিয়ে ছিলেন দিল্লীতে জন্মগ্রহণ করা এই বাঁহাতি ব্যাটার।
তবে ক্যারিয়ার দীর্ঘ হলেও ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সংক্ষিপ্ত এক বিদায়ী বার্তায়। আজ শনিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই শিখর ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা দেন।