ক্রিকেট
এখন মাঠে
0

মিরপুরে টাইগারদের তৃতীয় দিনের অনুশীলনও স্থগিত

মিরপুরে টাইগারদের তৃতীয় দিনের অনুশীলনও স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস।

এর আগে দ্বিতীয় দিনের অনুশীলনও বাতিল করে বিসিবি। বিসিবির পক্ষ থেকে জানানো হয় চলমান পরিস্থিতির কারণে ডে বাই ডে অনুশীলনের পরিকল্পনা করা হবে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টকে সামনে রেখে শনিবার থেকে ফিটনেস টেস্ট দিয়ে ক্যাম্প শুরু করে নাজমুল শান্তরা। প্রথমদিন ১৪ জন ক্রিকেটার স্ট্রেন্থ টেস্টে অংশ নেন। যাদের বেশিরভাগই পাশ মার্ক পেয়েছেন বলে জানা গেছে।

প্রায় দুই মাসের লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে হাথুরুর দল। চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পর করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে এ মাসের ৩০ তারিখ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর