ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতের কোচ মরনে মরকেল ফিরবেন

ভারতের হেড কোচের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টিই সফল গৌতম গম্ভীর। সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও পূর্ণাঙ্গ কোচিং স্টাফ নিয়ে যেতে পারেনি তারা। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সিরিজে যুক্ত হতে পারেন বোলিং কোচ মরনে মরকেল।

রাহুল দ্রাবিড়ের কোচিং প্যানেলে সকলেই ছিলেন ভারতীয়। তবে গৌতম গম্ভীর আসার পরেই কোচিং প্যানেলে পছন্দের কিছু নাম জানিয়েছিলেন। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মরকেল অন্যতম।

ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, মরকেল পারিবারিক কারণে ভারতীয় দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেননি। আগের খবর ছিল, শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন মরকেল। শ্রীলঙ্কার মাটিতে সাইরাজ বাহুতুলে ভারতের বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন। উইকেট স্পিন বান্ধব বলেই তিনি রয়েছেন দলের সঙ্গে।

তবে, বাহুতুলে দলের সঙ্গে থাকবেন কি না পরিষ্কার নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচটি ম্যাচ ঘরের মাটিতে খেলবে ভারত।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর