ক্রিকেট
এখন মাঠে
0

সাকিবের বিশ্রাম চাওয়ার বিষয়ে কোনো চিঠি পায়নি বিসিবি

চলতি বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়েছেন সাকিব আল হাসান। এমন কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পায়নি বেল এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফীস।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষে দেশে ফিরবেন সাকিব। ৩ আগস্ট থেকে মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান সফরের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তবে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়ে সাকিবের কোনো চিঠি পায়নি বিসিবি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের সঙ্গে ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবেন তিনি।

এদিকে, পাকিস্তান সফরের আগে দলের হেড কোচ হাথুরুসিংহে আগামী বুধবার (৩১ জুলাই) ঢাকায় আসবেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সার্বিক নিরাপত্তা নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন শাহরিয়ার নাফীস।

এই সম্পর্কিত অন্যান্য খবর