ক্রিকেট
এখন মাঠে
0

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কা-ভারতের দাপট

নারী এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। আর বোলিংয়ে ভারতের দীপ্তি শর্মা। এদিকে, আসর থেকে ছিটকে গেলেও সেরা পাঁচ ব্যাটারের তালিকায় আছে দুই বাংলাদেশির নাম।

এবারের নারী এশিয়া কাপে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। স্বাগতিক দলটিকে শিরোপার মঞ্চে তুলতে সবচেয়ে বড় ভূমিকা চামারি আতাপাত্তুর। তার ব্যাটে চড়েই ট্রফি জেতার স্বপ্ন দেখছে লঙ্কানরা। কারণ, চার ম্যাচের মধ্যে রান বন্যা বইয়ে দিয়ে তিন ম্যাচেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

চলতি আসরে মালয়েশিয়ার বিপক্ষে শতক হাঁকিয়ে ইতিহাস গড়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। যা কিনা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি। শতকের সমান ফিফটিও আছে চামারি আতাপাত্তুর। ফাইনালের আগে ব্যাটারদের তালিকায় চূড়ায় অবস্থান করছেন লঙ্কান অধিনায়ক। তাই, কোনো তর্ক ছাড়াই বলা যায়, এবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার শক্ত দাবিদার লঙ্কান এই ক্রিকেটার।

ব্যাটিংয়ে চামারির পরের অবস্থানেই আছেন ভারত-পাকিস্তানের দুই ক্রিকেটার। আসর থেকে ছিটকে গেলেও সেরা পাঁচে আছে দুই বাংলাদেশির নাম। দলকে শিরোপা মঞ্চে তুলতে না পারলেও নিগার সুলতানা আর মুর্শিদা খাতুনরা চেষ্টা করেছেন।

এশিয়া কাপ শুরুর আগে বোলিং নিয়ে আশাবাদী থাকলেও সেরা পাঁচে নেই কোনো বাংলাদেশির নাম। বোলারদের সংক্ষিপ্ত তালিকায় রাজত্ব ভারতীয়দের। সেরা পাঁচে তিনজনই টিম ইন্ডিয়ার। শীর্ষে নাম অলরাউন্ডার দীপ্তি শর্মার। অর্থাৎ, এবারের এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার যে শ্রীলঙ্কা অথবা ভারতের কারও হাতেই উঠতে যাচ্ছে, তা নিশ্চিত করেই বলা যায়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর