তবে ফাইনালে যাবার লড়াইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। এর আগে ভারতের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ।
তবে ভারতের বিপক্ষে জ্যোতিদের আত্মবিশ্বাস যোগাবে ৬ বছর আগের সোনালি ইতিহাস। ২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলায় ফেভারিট ভারতের বিপক্ষে জ্যোতিরা কুয়ালালামপুরের স্মৃতি কি ফেরাতে পারবেন?
শততম উইকেটের মাইলফলকের দ্বারপ্রান্তে থাকা অলরাউন্ডার নাহিদা আক্তার (৯৯ উইকেট) অবশ্য নিজেদের লক্ষ্যটা ভিন্নভাবে তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার বলেছেন, দলগতভাবে তিন বিভাগেই ভালো করে সেমিফাইনালে জয় করতে চান তারা।