টানা দুই ম্যাচ জিতে 'সি' গ্রুপের দুই নাম্বার অবস্থান স্বাগতিকদের। কিউইদেরকে হারাতে পারলেই সুপার এইটের টিকিট কাটবে ক্যারিবীয়রা। অন্যদিকে একটি ম্যাচ খেলে পয়েন্টি টেবিলের তলানিতে রয়েছে নিউজিল্যান্ড।
পরবর্তী পর্বে যাওয়ার সমীকরণ সহজ করতে হলে জয় পাওয়া জরুরি উইলিয়ামসনদের। উইন্ডিজ-নিউজিল্যান্ডের গ্রুপে সেরা আটের দৌড়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান।




