টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়াটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে পাকিস্তানের বোলাররা। দলীয় ৫০ রানের আগেই ৩ কানাডিয়ান ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান পাকিস্তানের পেসাররা।
কানাডার প্রথম ৬ ব্যাটারেরর মধ্যে ৫ জনই আউট হোন দুই অংকের স্কোর করার আগেই। একমাত্র ওপেনিংয়ে নামা অ্যারন জোনসের ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৫২ রান। এতে ১০৬ রানেই থামে কানাডার ইনিংস।
মোহাম্মদ আমির ও হারিস রউফ নেন দুটি করে উইকেট। স্বল্প রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খুব সহজেই জয় তুলে নেয় ম্যান গ্রিনদের ব্যাটাররা।
মোহাম্মদ রিজওয়ানের ৫৩ আর বাবর আজমের ৩৩ রানে ১৫ বল হাতে রেখে এবারের বিশ্বকাপের প্রথম জয়ের দেখা পায় একবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।