ক্রিকেট
এখন মাঠে
0

হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ রানে হার পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ১১৯ রানেই গুটিয়ে যায় ভারত। মামুলি টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাবর আজমের দল। টানা দুই ম্যাচ হারায় সুপার এইটের যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। পরের পর্বে খেলতে হলে সামনের দুটি ম্যাচ তো জিততে হবেই। সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ম্যাচের দিকে।

লো স্কোরিং ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দেখেশুনে করে পাকিস্তান। ওপেনার বাবর আজম আর রিজওয়ান ক্রিজে সেট হলেও বড় জুটি করতে পারেননি। ২৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৩ রান করে অধিনায়ক বাবর উইকেট দেন বুমরাহকে।

ওয়ানডাউনে নামা ওসমান খানও সেট হয়েছেন। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। বাবরের সমান ১৩ রান করে সাজঘরের পথ ধরেন অক্ষর প্যাটেলের বলে। কাকতালীয়ভাবে ফখর জামানও ১৩ রান করে বিদান নেন। তারপর ব্যাটিংয়ে নেমে ইমাদ ওয়াসিম, শাদাব খান, ইফতিখাররা চেষ্টা করেছেন ঠিকই। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি। এক পর্যায়ে এ তিনজনও ভারতীয় বোলারদের কাছে পরাস্ত হন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১১৯ রানে অলআউট হয় ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছে টিম ইন্ডিয়ার। তবে মাত্র ১২ রানেই প্রথম উইকেট হারায় তারা। মাত্র ৪ রানেই নাসিম শাহকে উইকেট দেন বিরাট কোহলি।

খানিকবাদেই আরেক ওপেনার রোহিত শর্মাও প্যাভিলিয়নের পথ ধরেন। শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৩ রান সংগ্রহ করেন ভারতীয় অধিনায়ক। পরে রিশাভ পান্তকে সঙ্গ দিতে থাকেন অক্ষর প্যাটেল। যদিও ২০ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। তারপর থেকে ভারতীয় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল শুরু হয়। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রিশভ পান্ত। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিছ রউফ।

ইএ