টি-টোয়েন্টি বিশ্বকাপের হট ফেভারিট টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে হেসেখেলে জয় পেয়েছে তারা।মামুলি টার্গেট তাড়া করতে নেমে ধারাবাহিক ব্যাটিংটাই করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ওপেনিংয়ে নামা কোহলি মাত্র ১ রানেই বিদায় নিয়েছেন। ওয়ানডাউনে নামা সুরিয়া কুমারও ব্যর্থ হয়েছেন।
কিন্তু আরেক ওপেনার রোহিত শর্মা নামের প্রতি সুবিচার করেছেন। চারটি চার ও ৩ ছয়ে খেলেছেন বায়ান্ন রানের ইনিংস। ভারতীয় অধিনায়ক রিটায়ার্ড হার্ট হলেও তাকে সঙ্গ দেয়া পন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। এই উইকেট কিপার ব্যাটার ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেটের পতন ঘটে তাদের। অধিনায়ক স্টারলিং মাত্র ২ রান করে উইকেট দেন ভারতীয় পেসার আর্শদ্বীপকে। একই ওভারে আর্শদ্বীপের দ্বিতীয় শিকার হন আরেক আইরিশ ওপেনার বলবির্নি। সাজঘরে ফেরার আগে ১০ বল খেলে মাত্র ৫ রান করেন এই ব্যাটার।
দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডাররাও সুবিধা করতে পারেনি। লরকান তাকার-ক্যামফাররা ক্রিজে সেট হয়েছেন ঠিকই। কিন্ত ইনিংস বড় করতে পারেননি।
এদিন, আইরিশ টেল এন্ডাররাও মিডল অর্ডারদের পথেই হেঁটেছেন। ৫০ রানে ৮ উইকেট হারানোর পর নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল আয়ারল্যান্ডের। তবে, তা হতে দেননি ডেলানি আর জশ লিটল। ২ চার ও সমান ছয়ে ১৪ বলে ২৬ করেন ডেলানি। তাকে সঙ্গ দেয়া লিটলের সংগ্রহ ছিল ১৩ বলে ১৪ রান। কিন্ত তাদের ইনিংস শেষ ওভার পর্যন্ত দীর্ঘায়িত হয়নি। ৪
ওভার বাকি থাকতেই ৯৬ রানে ইনিংস থামে দলটির। একশোর কোটা পেরুতে না পারা স্কোর তাদের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।