কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ লড়াই জার্সি? কী ডিজাইন বা কী রংয়েই ফুটিয়ে তোলা হবে বাংলাদেশের সংস্কৃতি? এমন কতশত প্রশ্নই না ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের সমর্থকদের মাথায়। অবশেষে সব প্রশ্নের জবাব মিলেছে মধ্যরাতে বিসিসির ফেসবুক পেজে পোস্ট করা এক ছবিতেই।
বিশ্বমঞ্চের নতুন জার্সিতে খুব বেশি চাকচিক্যের দেখা নেই। বাংলাদেশের লাল সবুজের ঐতিহ্যে ধারণ করে তৈরি হয়েছে টাইগারদের জার্সি। তবে সবুজের আধিক্য আছে বেশি। জার্সির সামনে সবুজ রঙয়ের জলছাপে রয়েছে বাঘের ডোর কাটা দাগ। হাতের কাধ থেকে লাল রংয়ের ছোঁয়ায় জার্সির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে অন্যরকমভাবে।
শুধু বুকের এক পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো। ঠিক এর উল্টো পাশে ছাঁপানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। বুকের দুই ধারে সরু করে দেয়া হয়েছে সোনালি রঙয়ের স্ট্রাইপ। সাদা রঙয়ে বড় করে লেখা হয়েছে বাংলাদেশের নাম। আর পেছনের অংশে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর।
জার্সির ছবি প্রকাশ্যে আসার পর থেকে সমর্থকদের ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়ায় উত্তাল নেট দুনিয়া। অনেকে আবার অন্যদেশগুলোর জার্সির মানের সঙ্গেও নিজ দেশের খেলোয়াড়দের জার্সির মানের পার্থক্য খুঁজেছেন।
বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় বাকি না থাকলেও নিজেদের সেরা প্রস্তুতিতে এখনও সমর্থকদের সেভাবে তৃপ্ত করতে পারেনি শান্ত-লিটনরা। তবে বিশ্বকাপে বাংলাদেশ জার্সির লাল সবুজের রঙয়ের মতোই দেশের গৌরবে ক্রিকেট ছেলেরা লড়াই করবে এমন আশাতেই বুক বেঁধে আছে দেশের অগণিত সমর্থক।