আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় টাইগারদের

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

এশিয়া কাপের পর আরও একবার বাংলাদেশের ব্যাটিং ইউনিট ভয় ধরালো সমর্থকদের মাঝে। আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয়ের দিনে টাইগারদের সঙ্গী হলো আরও একটি ব্যাটিং ধস। তবে নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের ক্যামিও শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এনে দিয়েছে স্বস্তির এক জয়।

এশিয়া কাপের ফাইনালের খুব কাছে থেকেও ফিরে আসতে হয়েছিল বাংলাদেশকে। সেই স্মৃতি তাজা থাকতেই সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ। ভেন্যু আর টুর্নামেন্টের ধরণ বদলালেও এদিন আবারও দেখা গেল ব্যাটিং ইউনিটের পুরাতন বেহাল চিত্র। চাপ সামাল দিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৪ উইকেটে।

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপেও ছিল দারুণ এক জয়। সেই স্মৃতিটা ধরে রেখেই বাংলাদেশের শুরুটা হলো দারুণ। চতুর্থ ওভারেই ইব্রাহিম জাদরানকে বোল্ড করে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। পরের ওভারেই আরেক ওপেনার সেদিকুল্লাহ আতালের উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। পাওয়ারপ্লের শেষ ওভারে রানআউটে কাটা পড়েন দারউইশ রাসুলি। এরপর রিশাদের বলে ফেরেন ইসহাক। ১৫ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।

আরও পড়ুন:

কিন্তু অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবীকে নিয়ে রহমানউল্লাহ গুরবাজ খেললেন কার্যকরী এক ইনিংস। দুজনের ব্যাটে ভর করে আফগানিস্তান পেয়ে যায় ১৫২ রানের লড়াকু পুঁজি। টাইগারদের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন রিশাদ এবং তানজিম সাকিব।

ব্যাট হাতে শারজাহ স্টেডিয়ামে রীতিমতো ঝড় বইয়েছেন দুই ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম। দুইজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। উদ্বোধনী জুটি থেকে স্কোরবোর্ডে এসেছে ১০৯ রান। তবে এরপরেই দেখা গেল ব্যাটিং ধসের পুরাতন চিত্র। পরের ৯ রানের মাঝে বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট।

অবশ্য শেষদিকে ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেন। সোহানের ২৩ এবং রিশাদের ১৪ রান উপহার দিয়েছে স্বস্তির এক জয়। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে ফের মুখোমুখি হবে দুই দল।

সেজু