দ্বিতীয় টেস্ট প্রস্তুতি সম্পন্ন, শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম | ছবি: সংগৃহীত
0

সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এ টেস্ট দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে আইরিশদের হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ১ম ইনিংসে ৫৮৭ রানের বড় ইনিংস গড়ে টাইগাররা। ২৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টপ অর্ডারে ৪ ব্যাটার খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। এছাড়া অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ ও দুই ইনিংসে ছিলেন উজ্জ্বল।

আরও পড়ুন:

মিরপুর টেস্ট দিয়েই ১ম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টেও প্রায় অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।

এফএস