ক্রিকেট
এখন মাঠে

টুর্নামেন্ট খেলতে আগ্রহী নারী ক্রিকেটাররা

বেশকিছু অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নারীদের প্রিমিয়ার লিগের আসর। দেশের নারী ক্রিকেটের একমাত্র ঘরোয়া লিগের প্রাইজমানি নিয়ে ক্লাব কর্তাদের রয়েছে আক্ষেপ। বাড়তি আয়ের জন্য আরো লিগ আয়োজনের দাবি ক্রিকেটারদের। বিসিবির পরিকল্পনায় আছে এ বছর নারীদের বিসিএল আয়োজনের।

দেশের ক্রিকেটের নারীদের সবচেয়ে বড় ঘরোয়া আসর বলা হয় প্রিমিয়ার লিগ। সারা বছর অনুশীলন করে এই লিগে নিজেদের প্রমাণের সুযোগ পায় মেয়েরা। ১০ দলের এ টুর্নামেন্টে এবারে এসেছে নিয়মের পরিবর্তন।

পুল প্রথা বাদ দিয়ে দলগুলো সুযোগ পেয়েছে ইচ্ছেমতো ক্রিকেটার দলে ভেড়ানোর জন্য। এতে অবশ্য অর্থের সামর্থের উপর দল গঠনের সুযোগ পেয়েছে ক্লাবগুলো। নারী ক্রিকেটারদের চাওয়া, বাড়ানো হোক টুর্নামেন্টের সংখ্যা। এছাড়া বিসিবিকে আর্থিক নিরাপত্তার বিষয়টিও চিন্তা করার কথা বলেন তারা।

একজন ক্রিকেটার বলেন, 'পুরা বছর মিলে আমাদের শুধু দুইটা লিগই হয়। আমাদের লিগগুলো বাড়ালে মেয়েরা খেলার সুযোগ পাবে।'

ক্লাব কর্মকর্তারা বলছেন, টুর্নামেন্টের সংখ্যা বাড়ালে অর্থ আয়ের সুযোগ হবে নারী ক্রিকেটারদের। তবে দল গঠনে যেখানে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করতে হয়, সেখানে চ্যাম্পিয়ন প্রাইজমানি মাত্র দেড় লাখ টাকা।

নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি। নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগসহ টেস্ট মর্যাদা পাবার তিন বছরেও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় নিজেদের প্রস্তুত করতে এবার নারী বিসিএল আয়োজন করবে ক্রিকেট বোর্ড।

বিসিবি নারী উইয়ের ইনচার্জ হাবিবুল বাশার বলেন, 'এখন বেশ অনেককেই আগ্রহী দেখতে পাচ্ছি দল করার ব্যাপারে। এ বছর তো অনেকেই এগিয়ে এসেছেন। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, ম্যাচ খেলতে হলে আমাদের বিসিএল টুর্নামেন্ট খেলতে হবে। এ বছরই সেটা করার প্ল্যান আছে।'


এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর